আরব আমিরাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি সৌদির
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
রিয়াদ ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাত-ইউএইর উসকানিমূলক কর্মকাণ্ডকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য লাল রেখা হিসেবে অভিহিত করে চরম হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় যে কোনো কঠোর পদক্ষেপ নিতে রিয়াদ দ্বিধা করবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই কড়া বার্তা দেয়। সংবাদমাধ্যম রয়টার্স ও আল অ্যারাবিয়া জানায়, ইয়েমেনের মুকাল্লা বন্দরে আমিরাত থেকে আসা দুটি অস্ত্রবাহী জাহাজে সম্প্রতি সীমিত বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, জোটের অনুমতি ছাড়াই হাদরামাউত ও মাহরা প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসিকে ভারী অস্ত্র ও যুদ্ধযান সরবরাহ করছিল আমিরাত। এর প্রেক্ষিতেই ওই অভিযান চালানো হয়।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমিরাতের এমন পদক্ষেপ ইয়েমেনের বৈধ সরকার পুনরুদ্ধারের লক্ষ্য ও আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থি।
বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তার জন্য যে কোনো হুমকি একটি লাল রেখা এবং এই হুমকি নিরপেক্ষ করতে কিংডম প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে দেশ দুটি জোটবদ্ধ হয়ে লড়াই করলেও ২০১৯ সাল থেকে কৌশলগত কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। বিশ্লেষকরা মনে করছেন, আমিরাতের বিরুদ্ধে সৌদির এই নজিরবিহীন কঠোর ভাষা মধ্যপ্রাচ্যের মিত্র দেশ দুটির মধ্যে বড় ধরনের ফাটলের ইঙ্গিত দিচ্ছে।



