Logo
Logo
×

আন্তর্জাতিক

বেলারুশে ওরেশনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করল রাশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ এএম

বেলারুশে ওরেশনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করল রাশিয়া

প্রতিবেশী রাষ্ট্র বেলারুশে নিজেদের তৈরি পারমাণবিক সক্ষমতাসম্পন্ন মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করেছে রাশিয়া। বেলারুশের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।

গতকাল বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সেনাবাহিনীর ওরেশনিক ক্ষেপণাস্ত্র ইউনিট দেশের নির্দিষ্ট এলাকায় আনুষ্ঠানিকভাবে কমব্যাট ডিউটি শুরু করেছে। তবে নিরাপত্তাজনিত কারণে ক্ষেপণাস্ত্রটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছিলেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি শব্দের গতির চেয়ে প্রায় দশগুণ বেশি দ্রুতগতিসম্পন্ন এবং এটিকে প্রতিহত করার মতো কার্যকর এয়ার ডিফেন্স সিস্টেম এখনও বিশ্বের কোনো দেশের হাতে নেই।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বেলারুশে এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের ফলে কার্যত পুরো ইউরোপই এর পাল্লার মধ্যে চলে এসেছে। কারণ মধ্যমপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এমনকি বেলারুশ থেকে ইউরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও আঘাত হানার সক্ষমতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রাশিয়া ও বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, অরণ্যপথের ভেতর দিয়ে সবুজ রঙের নেটে ঢাকা একটি ওরেশনিক ক্ষেপণাস্ত্র পরিবহন করা হচ্ছে। তবে সেটি বেলারুশের ঠিক কোন এলাকায় মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

পশ্চিমা রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ মনে করছেন, সাম্প্রতিক সময়ে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর কয়েকটি সদস্য দেশ এমন ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে, যেগুলো রাশিয়ার ভেতরে গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর প্রতিক্রিয়াতেই কৌশলগত বার্তা দিতে বেলারুশে ওরেশনিক মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

সূত্র : এএফপি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন