Logo
Logo
×

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ এএম

নাইজেরিয়ায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

নাইজেরিয়ায় সক্রিয় আন্তর্জাতিক ইসলামি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস), দেশটির স্থানীয় জঙ্গিগোষ্ঠী লাকুরাওয়া এবং ডাকাত গ্যাংগুলোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দেশটিতে বিমান অভিযান চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় সোকোতোতে পরিচালনা করা হয়েছে এ অভিযান।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবুর মুখপাত্র দানিয়েল বিওয়ালার বরাত দিয়ে দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। বিওয়ালা জানিয়েছেন, নাইজেরিয়ার সরকারের সম্মতিক্রমে বৃহস্পতিবার ও শুক্রবার এ অভিযান পরিচালিত হয়েছে।

প্রেসিডেন্ট বোলা তিনুবুর মুখপাত্র দানিয়েল বিওয়ালা জানিয়েছেন, নাইজেরিয়ার সরকারের সম্মতিক্রমে বৃহস্পতিবার ও শুক্রবার এ অভিযান পরিচালিত হয়েছে। এএফপিকে তিনি বলেছেন, ‘আইএস, লাকুরাওয়া ও ডাকাত গ্যাংগুলোকে লক্ষ্য করে অভিযান পরিচালিত হয়েছে। গোয়েন্দা সূত্রে আমরা জানতে পেরেছিলাম যে আইএসের সাহেল শাখার বেশ কয়েকজন সদস্য নাইজেরিয়ায় প্রবেশ করে লাকুরাওয়া গোষ্ঠী ও অন্যান্য ডাকাত গ্যাংগুলোকে প্রশিক্ষণ দিচ্ছে। এই তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই অভিযানের জন্য সবুজ সংকেত দিয়েছে নাইজেরিয়ার সরকার।’

আফ্রিকার সাহেল অঞ্চল হলো সাহারা মরুভূমি এবং দক্ষিণের আর্দ্র সাভানার (তৃণভূমি) মধ্যে অবস্থিত বিশাল আধা-শুষ্ক  একটি এলাকা, যা আটলান্টিক থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত। এটি সেনেগাল, মালি, বুরকিনা ফাসো, নাইজার, চাদ, সুদান সহ ১০টিরও বেশি দেশ এ অঞ্চলের অন্তর্ভুক্ত। সাহেল অঞ্চলে আইএসের যে শাখাটি সক্রিয়, সেটির নাম ইসলামিক স্টেট সাহেল প্রভিন্স (আইএসএসপি)।

নাইজেরিয়ায় সাহেল অঞ্চলের অন্তর্ভুক্ত নয়। দেশটিতে এখনও আইএস সাংগঠনিকভাবে তেমন শক্তিশালীও নয়। তবে প্রতিবেশী তিন দেশ নাইজার, বুরকিনা ফাসো ও মালিতে আইএস ব্যাপকভাবে সক্রিয়।

নাইজেরিয়াতেও আইএসের তৎপরতা আছে। দেশটির অনেক ডাকাত গ্যাং ও বিচ্ছিন্নতাদী গোষ্ঠীকে নিয়মিত অস্ত্র-রসদ সহায়তা দেয় আইএসএসপি।

এএফপিকে বিওয়ালা বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন বিমান বাহিনী এ অভিযান পরিচালনা করেছে। জঙ্গিগোষ্ঠীগুলোর কয়টি স্থাপনায় হামলা করা হয়েছে কিংবা কতজন হতাহত হয়েছে— সে সম্পর্কে মার্কিন সেনা কর্মকর্তারা এখনও আমাদের কোনো তথ্য জানাননি; তবে তারা বলেছেন যে অভিযান সফল হয়েছে।’

ভবিষ্যতে এমন অভিযান আরও চলবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বছরের পর বছর ধরে জঙ্গি-সন্ত্রাসী-ডাকাত গ্যাংয়ের লুটপাট, অপহরণ, হত্যা সহ্য করতে করতে ক্লান্ত-বিপর্যস্ত। আমাদের এই সংকট থেকে উদ্ধারে সরকারের সম্মতির ভিত্তিতেই অভিযান পরিচালিথ হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান আরও পরিচালনা করা হবে।’

সূত্র : এএফপি


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন