Logo
Logo
×

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আইএসকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের প্রাণনাশক হামলা, ট্রাম্পের দাবি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ এএম

নাইজেরিয়ায় আইএসকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের প্রাণনাশক হামলা, ট্রাম্পের দাবি

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) লক্ষ্য করে শক্তিশালী ও প্রাণনাশক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে ট্রাম্প বলেন, ‘সন্ত্রাসী ময়লাদের’ বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে, যারা বিশেষ করে খ্রিষ্টানদের টার্গেট করে হত্যা করছে। তিনি দাবি করেন, মার্কিন সেনারা একাধিক নির্ভুল হামলা চালিয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে গত নভেম্বরে ট্রাম্প নিজ দেশের সেনাবাহিনীকে নাইজেরিয়ায় হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, আইএস জঙ্গিদের হামলার মাধ্যমে ঠেকাতে হবে। সর্বশেষ পোস্টে তিনি আরও বলেন, আমার নেতৃত্বে যুক্তরাষ্ট্র কখনোই সন্ত্রাসবাদকে সফল হতে দেবে না।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, নাইজেরিয়ায় খ্রিষ্টানদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে। এ নিয়ে দেশটির অতি ডানপন্থি মহলেও ব্যাপক আলোচনা চলছিল। তবে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, এমন কোনো প্রমাণ তারা পায়নি যেখানে আইএস সন্ত্রাসীরা মুসলমানদের তুলনায় খ্রিষ্টানদের বেশি হত্যা করছে।

আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশ নাইজেরিয়া কার্যত মুসলিম ও খ্রিষ্টান—এই দুই বৃহৎ জনগোষ্ঠীতে বিভক্ত। ট্রাম্প যখন নাইজেরিয়ায় হামলার হুমকি দিচ্ছিলেন, তখন দেশটির প্রেসিডেন্ট বোলা তিনিবুর প্রশাসন জানিয়েছিল, আইএস বা অন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান হলে তা নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রের সমন্বয়েই হওয়া উচিত।

নাইজেরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা ড্যানিয়েল বাওয়ালা সে সময় বলেছিলেন, আইএসের তৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে তারা স্বাগত জানাবেন। তবে একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, নাইজেরিয়া একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। সূত্র: বিবিসি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন