পূর্ব লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম
ছবি : সংগৃহীত
পূর্ব লেবাননে একটি মিনিবাসে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘনের ধারাবাহিকতার মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, বৃহস্পতিবার হারমেল জেলার হোশ আল সাইয়্যেদ আলি সড়কে চলাচলরত মিনিবাসটিতে ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
২০২৪ সালের নভেম্বরে গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সীমান্তে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘর্ষের পর ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে পৌঁছায়। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদ্রাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছেন, বৃহস্পতিবারের হামলায় পূর্ব লেবাননের আল নাসিরিয়াহ এলাকায় এক “সন্ত্রাসী সদস্যকে” লক্ষ্য করা হয়েছিল।
এর কয়েক ঘণ্টা আগে বুধবার গভীর রাতে দক্ষিণ লেবাননের টাইর জেলার জেন্নাতা শহরে একটি গাড়িতে চালানো আরেকটি ইসরায়েলি ড্রোন হামলায় এক পথচারী আহত হন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।



