Logo
Logo
×

আন্তর্জাতিক

তুরস্কে বাড়ছে সিঙ্কহোল, বিপর্যস্ত কৃষিজমি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ পিএম

তুরস্কে বাড়ছে সিঙ্কহোল, বিপর্যস্ত কৃষিজমি

ছবি : সংগৃহীত

তুরস্কের মধ্যাঞ্চলের বিস্তীর্ণ কৃষিজমি এখন সিঙ্কহোল বা ভূগর্ভ ধসে ক্ষতবিক্ষত হয়ে পড়ছে। শান্ত ফসলি জমির বুক চিরে হঠাৎ তৈরি হওয়া এসব বিশাল গহ্বর স্থানীয় কৃষক ও পরিবেশবিদদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। তারা মনে করছেন, এটি জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকেত।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কোনিয়া প্রদেশে দ্রুত হারে সিঙ্কহোল তৈরি হচ্ছে। কম বৃষ্টিপাত এবং ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়াকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কারাপিনার এলাকায় ভুট্টা ও গমের খেতে একাধিক বড় গর্ত দেখা যাচ্ছে। কোথাও কোথাও একটি মাত্র খেতেই ১০টির বেশি সিঙ্কহোল তৈরি হয়েছে। পাহাড়ি অঞ্চলের বহু প্রাচীন পানিভরা গর্তও এখন প্রায় শুকিয়ে গেছে।

কোনিয়া টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের অধ্যাপক ফেতুল্লাহ আরিক জানিয়েছেন, কোনিয়া অববাহিকায় এখন পর্যন্ত প্রায় ৭০০টি সিঙ্কহোল শনাক্ত করা হয়েছে, যা আগের তুলনায় অনেক দ্রুত বাড়ছে। তার মতে, জলবায়ু পরিবর্তন ও দীর্ঘমেয়াদি খরাই এর মূল কারণ। আগে বছরে ভূগর্ভস্থ পানির স্তর আধা মিটার কমলেও বর্তমানে তা ৪ থেকে ৫ মিটার পর্যন্ত নেমে যাচ্ছে।

পানির সংকটে কৃষকরা বাধ্য হয়ে আরও বেশি কূপ খনন করছেন। অনুমোদনহীন কূপের সংখ্যা প্রায় ১ লাখ ২০ হাজার, যেখানে বৈধ কূপ রয়েছে মাত্র ৪০ হাজার। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

যদিও এখনো কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে সিঙ্কহোলের হঠাৎ সৃষ্টি মানুষের জীবন ও সম্পদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন