Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে যুক্তরাষ্ট্রের সব দূতাবাস ও কনস্যুলেট বন্ধ ঘোষণা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম

ভারতে যুক্তরাষ্ট্রের সব দূতাবাস ও কনস্যুলেট বন্ধ ঘোষণা

ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব দূতাবাস ও কনস্যুলেট বুধবার (২৪ ডিসেম্বর) থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় নিয়মিত কনস্যুলার সেবা পাওয়া যাবে না। মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য হিন্দুস্তান টাইমস।

এই সিদ্ধান্তের ফলে ভারতজুড়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলোতে ভিসা সাক্ষাৎকার, পাসপোর্ট প্রক্রিয়াকরণ, নথি যাচাইকরণসহ সব ধরনের অ-জরুরি কনস্যুলার কার্যক্রম বন্ধ থাকবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রিসমাসের আগের দিন এবং পরের দিন অধিকাংশ ফেডারেল কর্মচারীর জন্য ছুটি ঘোষণা করে নির্বাহী আদেশ জারি করার কয়েক দিনের মধ্যেই এ ঘোষণা এলো।

ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে জানায়, প্রেসিডেন্সিয়াল এক্সিকিউটিভ অর্ডার অনুসারে ভারতে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলো বুধবার (২৪ ডিসেম্বর) থেকে শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্যন্ত বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত কনস্যুলার সেবা বন্ধ থাকবে এবং ২৬ ডিসেম্বরের পর থেকে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

তবে নির্বাহী আদেশে উল্লেখ করা হয়েছে, জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা কিংবা জরুরি জনস্বার্থ সংশ্লিষ্ট প্রয়োজনের ক্ষেত্রে নির্বাহী বিভাগের প্রধানরা নির্দিষ্ট কিছু দপ্তর ও ভবন খোলা রাখার সিদ্ধান্ত নিতে পারবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন