লিবিয়ার সেনাপ্রধানের বিমান দুর্ঘটনায় তুরস্কে তদন্ত শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পিএম
ছবি : সংগৃহীত
লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আল-হাদ্দাদকে বহনকারী বিমান দুর্ঘটনার ঘটনায় তুরস্কে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে আঙ্কারার এসেনবোয়া বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি। তবে উড্ডয়নের প্রায় ৪০ মিনিট পর এর সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, আঙ্কারার হায়মানা জেলার কেসিককাভাক গ্রামের কাছে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। ডাসল্ট ফ্যালকন-৫০ মডেলের জেটটি জরুরি অবতরণের অনুমতি চাইবার পরপরই যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ দপ্তরের প্রধান বুরহানেত্তিন দুরান জানান, বিমানটি বৈদ্যুতিক ত্রুটির কথা জানিয়ে জরুরি অবতরণের অনুরোধ করেছিল। এরপর সেটিকে পুনরায় এসেনবোয়া বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। কিন্তু অবতরণের প্রস্তুতির সময় বিমানটি হঠাৎ রাডার থেকে উধাও হয়ে যায়। স্থানীয় টেলিভিশন চ্যানেলের ফুটেজে হায়মানার আকাশে বিস্ফোরণের মতো ফুলকি ছড়িয়ে পড়তে দেখা গেছে।
তুরস্কের বিচারমন্ত্রী ইয়িলমাজ তুনচ জানিয়েছেন, আঙ্কারার প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় তদন্ত শুরু করেছে। প্রাথমিক প্রতিবেদনে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি; দুর্ঘটনার কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটিকেই দায়ী করা হচ্ছে।
লিবিয়ার সরকার অব ন্যাশনাল ইউনিটি জানিয়েছে, এ তদন্তে তুর্কি কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করতে একটি প্রতিনিধিদল আঙ্কারায় পাঠানো হবে।



