Logo
Logo
×

আন্তর্জাতিক

লেবাননে বিমান হামলা ইসরায়েলের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম

লেবাননে বিমান হামলা ইসরায়েলের

ছবি : সংগৃহীত

নতুন করে দক্ষিণ লেবাননে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর ফলে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে। গত বছর হিজবুল্লাহর সঙ্গে হওয়া যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননে ক্রমশ হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, একাধিক ধাপে ইসরায়েলি যুদ্ধবিমান মাউন্ট সাফি, জাবা শহর, জেফতা উপত্যকা ও আজ্জা এবং রুমিন আরকির মধ্যবর্তী স্থানে হামলা চালায়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনী এক্সে জানিয়েছে, তারা হিজবুল্লাহর বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে ছিল সংগঠনটির এলিট রাদওয়ান ফোর্সের জন্য ব্যবহৃত একটি বিশেষ অপারেশন প্রশিক্ষণ কেন্দ্র। এছাড়া বেশ কয়েকটি ভবন ও একটি রকেট লঞ্চিং সাইটও ধ্বংস করা হয়েছে বলে দাবি ইসরায়েলের।

এই হামলার ঘটনাগুলো এমন এক সময়ে ঘটছে যখন ইসরায়েল ও লেবানন উভয়ই তাদের যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকা সামরিক কমিটিতে বেসামরিক প্রতিনিধি পাঠিয়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার বলেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে আলোচনার পথ বেছে নিয়েছে এবং এই সংলাপের লক্ষ্য হচ্ছে ইসরায়েলের চলমান হামলা বন্ধ করানো।

জাতিসংঘের নভেম্বর মাসের এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে শিশুসহ অন্তত ১২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। 

গত সপ্তাহে উত্তেজনা আরও বাড়ে যখন ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলে বোমা হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাবতাবাইকে হত্যা করে। সংগঠনটি এখনো এ হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া জানায়নি।

ইসরায়েলের অভিযোগ, লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। লেবানন এই অভিযোগ অস্বীকার করেছে। দেশের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, যুদ্ধবিরতি পর্যবেক্ষণ প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা দরকার, যাতে হিজবুল্লাহর সম্ভাব্য অস্ত্রসজ্জা এবং লেবানিজ সেনাবাহিনীর অপারেশনগুলো যথাযথভাবে যাচাই করা যায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন