Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ এএম

ভারতে গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

ভারতের উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রোববার (৭ ডিসেম্বর) ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার মধ্যরাতে গোয়ার আরপোরা এলাকার ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ক্লাবে আগুন লাগে। এতে নিহতদের মধ্যে কয়েকজন পর্যটকও রয়েছেন।

মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “আজ গোয়ার জন্য অত্যন্ত বেদনাদায়ক একটি দিন। আরপোরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জন প্রাণ হারিয়েছেন।” তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের তিনি বলেন, তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক ছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়। এএনআই জানিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। গোয়া পুলিশের মহাপরিচালক অলোক কুমার জানিয়েছেন, নিহত সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন