যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ এএম
যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প দুলে উঠেছে শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ৪১ মিনিটে। তবে সমুদ্রের নীল দিগন্ত শান্তই রয়েছে, সুনামির কোনো সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস।
সংস্থাটি জানায়, ভূমিকম্পের কেন্দ্র আলাস্কার জুনেউ শহর থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তরপশ্চিমে এবং কানাডার ইউকন প্রদেশের রাজধানী হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে, দুই দেশের মধ্যবর্তী প্রত্যন্ত ভূখণ্ডে। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎপত্তিস্থল।
হোয়াইটহর্সের রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, কম্পন ছিল বেশ প্রবল, বহু মানুষ তা অনুভব করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়াও জানিয়েছেন। তবু এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



