চীনের শিনজিয়াংয়ে ৬.০ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম
ছবি : সংগৃহীত
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াংয়ে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। খবর রয়টার্সের।
চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান–শিনজিয়াং সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত কোনো ভবন ধস বা হতাহতের ঘটনা ঘটেনি। ভূমিকম্পের পরও অঞ্চলটিতে পরিবহন, বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।



