Logo
Logo
×

আন্তর্জাতিক

আজ ভারত যাচ্ছেন পুতিন

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ এএম

আজ ভারত যাচ্ছেন পুতিন

ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতে যাচ্ছেন। ক্রেমলিন এই সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছে।

সফরকালে রুশ প্রতিনিধি দল ভারতের সঙ্গে রাজনীতি, বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সাংস্কৃতিক ও মানবিক খাতে সহযোগিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করবে। পাশাপাশি চলমান আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুও আলোচনার এজেন্ডায় থাকবে।

সফরের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বাসভবনে পুতিনকে স্বাগত জানাবেন। সেখানে দুই নেতার মধ্যে একান্তে একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

পরদিন সকালে রাষ্ট্রপতি ভবনে পুতিনকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। এ সময় প্রধানমন্ত্রী মোদি এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত থাকবেন। এরপর দুই দেশের মধ্যে সীমিত ও বৃহৎ পরিসরে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে।

দিনের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর আয়োজিত মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক এবং পুতিনের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনা। এছাড়া তিনি 'রাশিয়াইন্ডিয়া বিজনেস ফোরাম'-এ অংশ নেবেন এবং মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন।

দুই দেশের বাণিজ্যিক ও অ-বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে দশটি আন্তঃসরকারি নথি এবং ১৫টিরও বেশি চুক্তি ও স্মারকলিপি স্বাক্ষরের প্রস্তুতি চলছে।

দিল্লি ও মস্কোর মধ্যে এই সফরে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে চাপ দেওয়ার কয়েক মাস পরেই পুতিনের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়েই এই সফরটি হচ্ছে।

তথ্যসূত্র: এনডিটিভি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন