মোদির আন্তর্জাতিক সম্মেলনে চা বিক্রির ভিডিও ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
ছবি : সংগৃহীত
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। ভিডিওতে দেখা যায়, আন্তর্জাতিক এক সম্মেলনের রেড কার্পেট ইভেন্টে স্যুট-বুট পরিহিত মোদি হাতে কেটলি ও চায়ের গ্লাস নিয়ে হাঁটছেন। পেছনে বিভিন্ন দেশের পতাকা, আর হাঁটতে হাঁটতে তিনি বলছেন— “চাই বোলো, চাইয়ে।”
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভিডিওটি আসলে এআই প্রযুক্তি দিয়ে তৈরি। কংগ্রেস নেতা রাগিনী নায়েক ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “এটা আবার কে করল?”
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই ভারতের রাজনীতিতে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। ক্ষমতাসীন বিজেপি এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
উল্লেখ্য, নরেন্দ্র মোদি প্রায়ই নিজেকে ‘চা-ওয়ালা’ পরিচয়ে তুলে ধরেন এবং রাজনৈতিক মঞ্চে তার শৈশবের পেশার কথা উল্লেখ করেন। তবে এ ধরনের এআই-নির্মিত ভিডিও দেখে বিজেপি নেতারা বিরক্ত হয়েছেন বলে জানা গেছে।



