Logo
Logo
×

আন্তর্জাতিক

৩৭০ কোটি টাকায় বিক্রি হলো ফাবারজের ‘উইন্টার এগ’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম

৩৭০ কোটি টাকায় বিক্রি হলো ফাবারজের ‘উইন্টার এগ’

ছবি : সংগৃহীত

রাশান শিল্পী পিটার কার্ল ফাবারজের তৈরি ঐতিহাসিক শিল্পকর্ম ‘উইন্টার এগ’ নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে লন্ডনের ক্রিস্টিসে। মঙ্গলবার অনুষ্ঠিত নিলামে ডিমটি বিক্রি হয় ২২.৯ মিলিয়ন পাউন্ডে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭০.৯ কোটি টাকা। ক্রিস্টিস জানিয়েছে, ফাবারজের কোনো শিল্পকর্ম এত উচ্চমূল্যে এর আগে বিক্রি হয়নি।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক ক্রেতা ডিমটি কিনেছেন। এর মাধ্যমে ভেঙে গেছে ২০০৭ সালে স্থাপিত আগের রেকর্ড। ক্রিস্টিসের বিশেষজ্ঞ মার্গো ওগানেসিয়ান বলেন, “এই ফলাফল আবারও প্রমাণ করে যে শিল্পকর্মটির গুরুত্ব চিরন্তন।”

১৯১৩ সালে রাশান জার নিকোলাস দ্বিতীয়ের নির্দেশে তৈরি করা হয় ‘উইন্টার এগ’। তিনি এটি উপহার দেন তার মাকে। একসময় এটি রুশ রাজপরিবারের সংগ্রহে ছিল।

রক ক্রিস্টাল দিয়ে খোদাই করা ডিমটির উচ্চতা মাত্র ৮.২ সেন্টিমিটার। এতে রয়েছে প্রায় ৪ হাজার ৫০০ হীরকখণ্ড, যার মধ্যে রোজ-কাট পাথরও আছে। প্লাটিনামের তুষারফুলের নকশা দিয়ে সাজানো ডিমটি খুললে ভেতরে দেখা যায় সাদা কোয়ার্টজ দিয়ে বানানো ছোট ফুলের ঝুড়ি।

ডিমটির নকশা করেছিলেন আলমা থেরেসিয়া পিহল, যিনি ফাবারজের সেন্ট পিটার্সবার্গ কর্মশালার দুইজন নারী ওয়ার্কমাস্টারের একজন ছিলেন।

১৮৮৫ থেকে ১৯১৭ সাল পর্যন্ত রোমানভ পরিবারকে ফাবারজে মোট ৫০টি ঐতিহাসিক ডিম উপহার দেন। ‘ইম্পেরিয়াল উইন্টার এগ’ সেই ৫০টির একটি। এর মধ্যে মাত্র সাতটি এখনো ব্যক্তিগত মালিকানায় রয়েছে, বাকিগুলো বিভিন্ন জাদুঘর ও প্রতিষ্ঠানে সংরক্ষিত আছে, আর কিছু এখনো নিখোঁজ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন