Logo
Logo
×

আন্তর্জাতিক

ভয়াবহ জনবল সংকটে ইসরাইলি সেনাবাহিনী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম

ভয়াবহ জনবল সংকটে ইসরাইলি সেনাবাহিনী

ছবি : সংগৃহীত

ইসরাইলি সেনাবাহিনী বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় জনবল সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইতজাক ব্রিক। তার মতে, অব্যাহত যুদ্ধ এবং কর্মকর্তাদের বাহিনী এড়িয়ে যাওয়ার প্রবণতার কারণে সেনাবাহিনী ভয়াবহ সংকটে পড়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

দৈনিক মারিভ-এ প্রকাশিত এক মতামত নিবন্ধে ব্রিক জানান, সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার কর্মকর্তা ও নন-কমিশন্ড অফিসার ডাকে সাড়া দেননি কিংবা চাকরির মেয়াদ নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন।

গাজায় দুই বছর ধরে আগ্রাসন চালিয়ে আসছে ইসরাইল। এ যুদ্ধে দেশটির ৯২৩ সেনা নিহত এবং আরও প্রায় সাড়ে ৬ হাজার আহত হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত সেনাবাহিনীর তথ্য উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রায় ২০ হাজার সেনা যুদ্ধ-পরবর্তী মানসিক ধকল বা পোস্ট-ট্রমাটিক স্ট্রেসে ভুগছে।

কঠোর সেন্সরশিপের মধ্যেও প্রকৃত হতাহতের সংখ্যা গোপন রাখার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে, যাতে সদস্যদের মনোবল ধরে রাখা যায়। ব্রিক বলেন, বহু কর্মকর্তা দ্রুত অবসর নিতে চাইছেন এবং তরুণ সেনারা দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে অনাগ্রহী। ফলে বিভিন্ন শাখায় জনবল ঘাটতি তীব্র আকার ধারণ করেছে।

তিনি সতর্ক করে বলেন, এই সংকট সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও যুদ্ধোপকরণ পরিচালনায়ও বাধা সৃষ্টি করছে। এভাবে চলতে থাকলে সেনাবাহিনী সম্পূর্ণ অচল হয়ে পড়তে পারে।

ব্রিক এর জন্য পূর্ববর্তী চিফ অব স্টাফদের ভুল সিদ্ধান্তকে দায়ী করেন। তার মতে, জনবল কমানো ও সার্ভিস মেয়াদ হ্রাসের মতো পদক্ষেপ অভিজ্ঞ সেনাদের বাহিনীর বাইরে ঠেলে দিয়েছে এবং অদক্ষ সদস্যদের সংবেদনশীল পদে বসিয়েছে। মানবসম্পদ ব্যবস্থাপনার মূল সমস্যাগুলো দীর্ঘদিন উপেক্ষিত থাকায় সংকট আরও গভীর হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, পুরোনো প্রযুক্তি ও বিচ্ছিন্ন তথ্যভান্ডারের কারণে সেনাবাহিনী তথ্যে অন্ধত্বে ভুগছে। তার সতর্কবার্তা— দ্রুত সমাধান না হলে ইসরাইলি সেনাবাহিনী সম্পূর্ণ অচল হয়ে পড়তে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন