যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১০:৩০ এএম
আশ্রয় সংক্রান্ত আবেদনের সিদ্ধান্ত গ্রহণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করার ঘটনায় আফগানিস্তান থেকে আসা এক অভিবাসীর সংশ্লিষ্টতার পর এ সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন। গুলিতে এক সেনা নিহত হন।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসী গ্রহণ বন্ধের ঘোষণা দেন।
শুক্রবার এক্স-এ ইউএস সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ এডলো লিখেছেন, সকল বিদেশির ব্যাপারে সর্বোচ্চ নিরাপত্তা যাচাই নিশ্চিত না হওয়া পর্যন্ত আশ্রয় আবেদনের সিদ্ধান্ত গ্রহণ বন্ধ থাকবে।
সিবিএস জানায়, ইউএসসিআইএস কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে—আশ্রয় আবেদনকারীর ফাইল গ্রহণ বা যাচাই করা যাবে, কিন্তু কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। এ নির্দেশনা সব দেশের আবেদনকারীর ক্ষেত্রেই প্রযোজ্য।
তবে ট্রাম্প তৃতীয় বিশ্বের দেশ বলতে কোন কোন দেশকে বোঝাচ্ছেন তা স্পষ্ট করেননি। বিশ্লেষকদের মতে, সিদ্ধান্তটি আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা বাড়বে। ইতিমধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থা এ নীতির নিন্দা জানিয়েছে।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতি আরও কঠোর করেছে। অনেক অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই নাগরিকত্ব পাওয়ার longstanding আইন বাতিলেরও উদ্যোগ চলছে।
সূত্র: সিবিএস



