Logo
Logo
×

আন্তর্জাতিক

৬ হাজার বিমানের সফটওয়্যার আপডেটের নির্দেশ এয়ারবাসের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১০:২৬ এএম

৬ হাজার বিমানের সফটওয়্যার আপডেটের নির্দেশ এয়ারবাসের

সৌর বিকিরণের প্রভাবে বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দিতে পারে—এমন আশঙ্কায় নিজেদের প্রায় ৬ হাজার বিমান, বিশেষ করে এ৩২০ মডেলের সফটওয়্যার আপডেটের নির্দেশ দিয়েছে এয়ারবাস। এই পরিস্থিতিতে বৈশ্বিক বিমান চলাচলে বিঘ্ন ঘটার শঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে শনিবার (২৯ নভেম্বর) বিভিন্ন এয়ারলাইন্স বহু ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে।

বিষয়টি আলোচনায় আসে গত অক্টোবরে জেটব্লুর মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রগামী একটি এয়ারবাস বিমানে আকস্মিক ত্রুটি দেখা দেওয়ার পর। আকাশে থাকা অবস্থায় বিমানটি হঠাৎ নিচে নেমে আসে। তদন্তে জানা যায়, সৌর বিকিরণ বিমানের কম্পিউটারের উচ্চতা নিয়ন্ত্রণকারী একটি ডাটা ক্ষতিগ্রস্ত করেছিল। পরে বিমানটি জরুরি অবতরণ করে।

ঘটনার পর এয়ারবাস দ্রুত তদন্ত শুরু করে এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে সফটওয়্যার আপডেটের নির্দেশ জারি করে।

এয়ারবাস জানিয়েছে, অধিকাংশ ক্ষতিগ্রস্ত বিমানের ক্ষেত্রে সফটওয়্যারকে পুরোনো, নির্ভরযোগ্য সংস্করণে ফিরিয়ে আনা হচ্ছে। প্রতিটি বিমানের সফটওয়্যার আপডেট করতে প্রায় দুই ঘণ্টা সময় লাগছে। তবে অল্প কিছু বিমানে হার্ডওয়্যার পরিবর্তনের প্রয়োজন হতে পারে, যা তুলনামূলক সময়সাপেক্ষ—যদিও এমন ঘটনা ‘বিরল’ বলে উল্লেখ করেছে তারা।

সূত্র: বিবিসি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন