Logo
Logo
×

আন্তর্জাতিক

হংকংয়ের আবাসিক কমপ্লেক্সে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৯৪

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১১:০২ এএম

হংকংয়ের আবাসিক কমপ্লেক্সে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৯৪

হংকংয়ের ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪–এ। আহত হয়েছেন অন্তত ৭৬ জন, যাদের মধ্যে নিবিড় অন্ধকারের দিকে ছুটে যাওয়া ১১ দমকলকর্মীও আছেন। শুক্রবার ভোরে ফায়ার সার্ভিস এই সর্বশেষ তথ্য নিশ্চিত করেছে।

দমকলের বরাতে জানা যায়, কমপ্লেক্সের আটটি ব্লকেই আগুন তাণ্ডব চালায়। ভবনগুলো সংস্কারের জন্য ঘিরে রাখা বাঁশের মাচা আর প্লাস্টিকের জাল আগুনকে এক দগ্ধঝড়ের মতো ছড়িয়ে দিতে সাহায্য করে। ভিতরের দাহ্য পদার্থগুলো আরও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়।

নিহতদের মধ্যে আছেন ৩৭ বছর বয়সী এক ফায়ারফাইটার। আগুন এখন প্রায় নিভে এলেও—ভবনগুলো দাঁড়িয়ে আছে ভস্মস্তূপ হয়ে। নিখোঁজদের খুঁজে পেতে উদ্ধারকর্মীরা অগ্নিদগ্ধ দেয়ালে এখনও অভিযান চালাচ্ছেন।

আগুনের সূত্রপাত কীভাবে—তা খুঁজতে শুরু হয়েছে তদন্ত। নির্মাণসামগ্রীর ফেলে রাখা ফোম, বাঁশের কাঠামো, প্লাস্টিকের জাল—সবই এখন তদন্তের আওতায়। পুলিশ অসাবধানতাবশত দাহ্য প্যাকেজিং ফেলে রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে দুর্নীতি দমন সংস্থাও কমপ্লেক্সের সংস্কারকাজ ঘিরে তদন্ত শুরু করেছে।

বাসিন্দাদের অভিযোগ—কোনো সতর্ক সংকেত বাজেনি। তাই পাড়ার মানুষ নিজেরাই দরজায় দরজায় নক করে অন্যদের বাঁচানোর চেষ্টা করেছেন। এক বাসিন্দা বলেন, একটি হোস পাইপ দিয়ে কয়েকটি ভবন বাঁচানোর চেষ্টা—দেখে মনে হচ্ছিল সময় যেন আমাদের পাশ কাটিয়ে ছুটে যাচ্ছে।

তবে এই বিপর্যয়ের মধ্যেও হংকংয়ের মানবিক ধ্বনি শক্তিশালী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূরদূরান্তের মানুষ—হাজারো মানুষ ছুটে আসেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে। সেখানে সহায়তা কেন্দ্র চালু করা ৩৮ বছরের স্টোন বলেন, এটা হৃদয়ের গভীরে পৌঁছে যাওয়া এক দৃশ্য—এ শহরে কেউ একা পড়ে থাকে না…।

সূত্র: বিবিসি, এএফপি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন