Logo
Logo
×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বন্যা–ভূমিধসে কমপক্ষে ৪০ নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৫৪ এএম

শ্রীলঙ্কায় বন্যা–ভূমিধসে কমপক্ষে ৪০ নিহত

ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় এই সপ্তাহেই কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ১০ জন। নিখোঁজ রয়েছেন অন্তত ২১ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের (ডিএমসি) বরাত দিয়ে এএফপি জানায়, সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বদুল্লার পাহাড়ি চা-বাগান এলাকায়, যেখানে রাতে পাহাড়ি ঢাল ভেঙে ঘরবাড়ির ওপর নেমে আসে—এক মুহূর্তে মাটি চাপায় প্রাণ হারান ২১ জন।

নুয়ারা এলিয়া জেলায় আরেকটি ভূমিধসে আরও চারজনের মৃত্যু হয়েছে; বাকি প্রাণহানি ছড়িয়ে আছে দেশের বিভিন্ন স্থানে। ডিএমসি জানায়, কাদাধসে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪২৫টিরও বেশি বাড়ি, আর প্রায় ১ হাজার ৮০০ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে অস্থায়ী আশ্রয়ে। নদীগুলোর পানি দ্রুত বাড়ছে; নিম্নাঞ্চলের বাসিন্দাদের দেওয়া হয়েছে সতর্ক বার্তা।

উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর সঙ্গে যুক্ত হয়েছে পূর্বাঞ্চলে অবস্থানরত নিম্নচাপ—ফলে বৃষ্টি আরও তীব্র হয়ে উঠেছে। পূর্বাভাস বলছে, কিছু এলাকায় বৃষ্টি ১০০ মিলিমিটার ছুঁতে পারে, আর উত্তর-পূর্বাঞ্চলে ২৫০ মিলিমিটার পর্যন্ত প্রবল বর্ষণ হতে পারে।

দুর্যোগের প্রভাবে শ্রীলঙ্কায় বাজেট বিতর্ক স্থগিত করা হয়েছে; মালয়েশিয়ায় স্থগিত হয়েছে বছরের শেষ স্কুল পরীক্ষা, আইনপ্রণেতাদেরও এলাকায় ফিরতে বলা হয়েছে।

ডিএমসি বলছে, চলতি সপ্তাহের প্রাণহানি গত বছরের জুনের পর সর্বোচ্চ। অতীতে ২০০৩ সালের জুনের ভয়াবহ বন্যায় মারা যান ২৫৪ জন—যা এখনো স্মরণীয় এক দুঃসহ অধ্যায়। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের দুর্যোগ আরও ঘন ঘন দেখা দিতে পারে।

সূত্র: এএফপি।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন