ইমরান খান কারাগারেই আছেন, সুস্থও আছেন, জানাল কারা কর্তৃপক্ষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারেই আছেন এবং সুস্থ আছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। বুধবার (২৬ নভেম্বর) সামাজিক মাধ্যমে গুজব ছড়ায়—ইমরান খানকে গোপনে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং তিনি মারা গেছেন। এর পরই কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এসব তথ্যকে ‘ভিত্তিহীন’ বলে জানায়।
এক বিবৃতিতে তারা জানায়, ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে অন্য কোথাও স্থানান্তর করা হয়নি। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন, নিয়মিত চিকিৎসা পাচ্ছেন এবং তার অসুস্থতা নিয়ে ছড়ানো খবর মিথ্যা।
২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি, রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস এবং সেনাবাহিনীর সদরদপ্তরে হামলাসহ একাধিক মামলা হয়। নানা ধাপ পেরিয়ে ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়। একবার মুক্তি পেলেও আবার গ্রেপ্তার হওয়ায় তিনি ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারেই রয়েছেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, ইমরান খানকে কারাগারে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী পাঁচ তারকা হোটেলের মানের খাবার পাচ্ছেন, টেলিভিশন দেখার সুযোগ রয়েছে এবং নিজস্ব ব্যায়াম সরঞ্জামও ব্যবহার করছেন। এমনকি তার জন্য ডাবল বেডের ব্যবস্থাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সূত্র: জিও টিভি



