ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া, চুক্তি মেনে নেবে ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২৮ দফা শান্তি প্রস্তাব নিয়ে রাশিয়া আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে মস্কো। অন্যদিকে ইউক্রেনও যুদ্ধ শেষ করার কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এই সপ্তাহেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে পারেন। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ মঙ্গলবার (২৫ নভেম্বর) বলেন, খুব দ্রুতই তারা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান।
তিনি জানান, জেনেভায় পূর্ববর্তী আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন শান্তি পরিকল্পনার মূল শর্তগুলো নিয়ে একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছে। তবে হোয়াইট হাউস এখনও ট্রাম্প-জেলেনস্কি বৈঠক নিয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে, তাদের কর্মকর্তারা আবুধাবিতে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, একটি অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে তারা ট্রাম্পের শান্তি পরিকল্পনার খসড়া হাতে পেয়েছেন এবং এ নিয়ে আলোচনায় প্রস্তুত।
সোমবার রাতভর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার দাবি, ইউক্রেনের হামলায় রোস্তভ অঞ্চলে তিনজন নিহত হয়েছেন।
রুস্তেম উমেরভ আরও জানান, নভেম্বরের মধ্যেই জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফর আয়োজনের চেষ্টা চলছে, যাতে চূড়ান্ত পদক্ষেপ সম্পন্ন করে ট্রাম্পের সঙ্গে চুক্তি করা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধি দল শান্তি পরিকল্পনার মূল শর্তগুলো নিয়ে সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছে।
তবে ইউরোপীয় নেতারা প্রাথমিক খসড়াকে সমালোচনা করেছেন। তাদের মতে, এতে রাশিয়ার জন্য অতিরিক্ত সুবিধা রাখা হয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির প্রতিপ্রস্তাবে রাশিয়ার দখলকৃত অঞ্চলকে স্বীকৃতি দেওয়া হয়নি, বরং ইউক্রেনের সেনা সংখ্যা বাড়ানো এবং ন্যাটোতে যোগদানের পথ উন্মুক্ত রাখার কথা বলা হয়েছে।
জেলেনস্কি অবশ্য ট্রাম্পের প্রস্তাবিত পরিবর্তনগুলোকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো এখন সম্ভবপর হতে পারে এবং এই কাঠামোয় অনেক সঠিক উপাদান অন্তর্ভুক্ত রয়েছে।



