Logo
Logo
×

আন্তর্জাতিক

ভয়াবহ খরার মধ্যে ইরানে দাবানল, পুড়েছে ১৫০০ একর বনভূমি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম

ভয়াবহ খরার মধ্যে ইরানে দাবানল, পুড়েছে ১৫০০ একর বনভূমি

ছবি : সংগৃহীত

ইরানে ভয়াবহ খরার মধ্যে মাজানদারান প্রদেশে দাবানল দেখা দিয়েছে। গত সাত দিনেরও বেশি সময় ধরে হিরকানিয়ান অরণ্য ও আশপাশের অঞ্চল জ্বলছে। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ এই অরণ্যটি বিশ্বের অন্যতম প্রাচীন ও প্রাণবৈচিত্র্যে সমৃদ্ধ বনভূমি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছেন, এক সপ্তাহের প্রচেষ্টায় আগুনের প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কর্মকর্তাদের দাবি, আগুনের উৎপত্তি প্রাকৃতিক নয়, বরং মানবসৃষ্ট কারণে হয়েছে।

কাস্পিয়ান সাগরের তটরেখা ও সংলগ্ন পাহাড়ি এলাকায় বিস্তৃত হিরকানিয়ান অরণ্যের বয়স আড়াই থেকে পাঁচ কোটি বছর। এখানে বিরল এশীয় চিতা, পারসিয়ান চিতাবাঘসহ বহু স্তন্যপায়ী প্রাণী ও পাখির আবাসস্থল রয়েছে। এছাড়া এমন কিছু গাছের প্রজাতি আছে, যা বিশ্বের অন্য কোথাও নেই।

মাজানদারান প্রাদেশিক সরকার জানিয়েছে, দাবানল লোকালয়ে ছড়িয়ে পড়েনি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর জানা যাবে।

নাসার স্যাটেলাইট ইমেজ অনুযায়ী, ইতোমধ্যে প্রায় ১,৫০০ একর বনভূমি পুড়ে গেছে। এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, দক্ষিণপশ্চিমাঞ্চলীয় জোলফা শহরের সংলগ্ন অরণ্যেও নতুন করে দাবানল শুরু হয়েছে।

এই দাবানল এমন সময়ে দেখা দিয়েছে, যখন ইরান ভয়াবহ খরায় বিপর্যস্ত। রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় রেশনের ভিত্তিতে পানি সরবরাহ করা হচ্ছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত ৬০ বছরে দেশটিতে এত দীর্ঘস্থায়ী ও ব্যাপক খরা দেখা যায়নি।

সূত্র: এএফপি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন