Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির পর থেকে গাজায় প্রতিদিন ২ জন শিশু নিহত হচ্ছে: ইউনিসেফ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম

যুদ্ধবিরতির পর থেকে গাজায় প্রতিদিন ২ জন শিশু নিহত হচ্ছে: ইউনিসেফ

ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে সংঘাত-সম্পর্কিত ঘটনায় কমপক্ষে ৬৭ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। সংস্থার মুখপাত্র রিকার্ডো পাইরেস বলেছেন, আরও কয়েক ডজন আহত হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রতিদিন গড়ে প্রায় দুই জন শিশু নিহত হচ্ছে।

ইউনিসেফ উল্লেখ করেছে, দক্ষিণ গাজার পূর্ব খান ইউনিসে বিমান হামলায় একটি শিশু কন্যা তার বাবা-মায়ের সঙ্গে নিহত হয়েছে। গত বুধবার একদিনেই গাজা শহর এবং দক্ষিণে বিমান হামলায় সাত জন শিশু নিহত হয়েছে।

ডক্টরস উইদাউট বর্ডারস জানিয়েছে, গাজায় তাদের চিকিৎসা দলগুলো এই সপ্তাহে ইসরায়েলি বিমান হামলা এবং গুলিবর্ষণের ফলে আহত নারী ও শিশুদের চিকিৎসা দিয়েছে।

তাদের মতে, গত বুধবার থেকে উত্তর ও দক্ষিণ গাজার চিকিৎসাকর্মীরা খোলা ফ্র্যাকচার এবং মাথা ও অঙ্গে গুলিবিদ্ধ ক্ষতযুক্ত নারী ও শিশুদের চিকিৎসা দিচ্ছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় প্রায় ৭০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গণহত্যা ও মানবসৃষ্ট দুর্ভিক্ষের এই যুদ্ধে আরও ১ লাখ ৭০ হাজেরর বেশি মানুষ আহত হয়েছে। অঞ্চলটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এরপর গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ৪৪ দিনে ইসরায়েল কমপক্ষে ৪৯৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। গাজায় যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন