Logo
Logo
×

আন্তর্জাতিক

শেখ হাসিনার মৃত্যুদণ্ডে শশী থারুরের উদ্বেগ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:১৮ পিএম

শেখ হাসিনার মৃত্যুদণ্ডে শশী থারুরের উদ্বেগ

ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে বিশেষভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর। তিনি জানিয়েছেন, এই রায় তাকে আতঙ্কিত করেছে।

সোমবার (১৭ নভেম্বর) ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অনুপস্থিত অবস্থায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে। গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে আশ্রয় নেন।

শশী থারুর সাংবাদিকদের বলেন, “আমি দেশের ভেতরে বা বাইরে—কোথাও মৃত্যুদণ্ডের পক্ষে নই। তাই এই রায় আমাকে আতঙ্কিত করেছে। অন্য দেশের বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করা ঠিক নয়, তবে এটি কোনো ইতিবাচক ঘটনা নয় এবং অত্যন্ত উদ্বেগজনক।”

গত বছর জুলাইয়ের গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া হাসিনা ও কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ড ভারতের জন্য কূটনৈতিকভাবে জটিল পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশ যদি তাকে ফেরত চায়, তবে ভারতকে প্রত্যর্পণের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এর আগে বাংলাদেশ দুইবার তাকে ফেরত চেয়ে অনুরোধ পাঠালেও ভারত সাড়া দেয়নি।

ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন। রাজনৈতিকভাবে কংগ্রেসসহ বিভিন্ন দলও তাকে ফেরত না পাঠানোর পক্ষে অবস্থান নিয়েছে। ফলে এ পরিস্থিতি দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন