Logo
Logo
×

আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে অভিবাসী বহনকারী নৌকাডুবি, ৪ বাংলাদেশির মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৫৫ এএম

লিবিয়া উপকূলে অভিবাসী বহনকারী নৌকাডুবি, ৪ বাংলাদেশির মৃত্যু

ছবি : সংগৃহীত

লিবিয়া উপকূলে অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত চারজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় লিবিয়ান রেড ক্রিসেন্ট এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (১৬ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রথম নৌকাটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি অভিবাসী। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, দ্বিতীয় নৌকাটিতে ছিলেন ৬৯ জন অভিবাসী। তাদের মধ্যে দুজন মিশরীয় ও কয়েকজন সুদানী নাগরিক ছিলেন। ওই নৌকায় আট শিশুও ছিল। তবে তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার পূর্বে আল-খুমস উপকূলের কাছে এই দুটি নৌকাডুবির ঘটনা ঘটে।

এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট জানায়, উদ্ধার অভিযানে অংশ নেয় কোস্টগার্ড ও আল-খুমস বন্দর নিরাপত্তা সংস্থা। শহরের পাবলিক প্রসিকিউশনের নির্দেশে উদ্ধারকৃত মরদেহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছিল, লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলে আল বুরি তেলক্ষেত্রের কাছে একটি নৌকা ডুবে যাওয়ার পর কমপক্ষে ৪২ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন। ধারণা করা হচ্ছে, নৌকায় থাকা সবাই মারা গেছেন।

গত অক্টোবরের মাঝামাঝিতে ত্রিপোলির পশ্চিম উপকূলে ৬১ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। আর সেপ্টেম্বরে আইওএম জানিয়েছিল, লিবিয়া উপকূলে ৭৫ জন সুদানী শরণার্থী বহনকারী একটি জাহাজে আগুন লাগার ঘটনায় কমপক্ষে ৫০ জন প্রাণ হারান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন