Logo
Logo
×

আন্তর্জাতিক

টাইফুন কালমায়েগির তাণ্ডবে ফিলিপাইনে ৬৬ জনের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

টাইফুন কালমায়েগির তাণ্ডবে ফিলিপাইনে ৬৬ জনের মৃত্যু

বছরের অন্যতম শক্তিশালী টাইফুন কালমায়েগির তাণ্ডবে বিপর্যস্ত ফিলিপাইন। দেশটিতে এখন পর্যন্ত ৬৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

বুধবার স্থানীয় রেডিও স্টেশন ডিজেডএমএমকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসামরিক প্রতিরক্ষা কার্যালয়ের উপপ্রশাসক রাফায়েলিতো আলেহান্দ্রো জানান, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেবু দ্বীপে, যেখানে ৪৯ জন মারা গেছেন এবং অন্তত ২৬ জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে বিবিসি জানিয়েছে, টাইফুনের সঙ্গে পাহাড়ি ঢল নেমে বহু গ্রাম ও শহর তলিয়ে গেছে। বেশিরভাগ মৃত্যুই হয়েছে ডুবে যাওয়ার কারণে। সেবুর আবাসিক এলাকাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে—ছোট ভবনগুলো বন্যার জলে ভেসে গেছে, পানি নামার পর পুরো এলাকাজুড়ে ঘন কাদার স্তর জমে আছে। উদ্ধারকর্মীরা নৌকা ব্যবহার করে আটকে পড়া মানুষদের উদ্ধার করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুরো এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে, মানুষ আশ্রয় নিয়েছে বাড়ির ছাদে, ভেসে গেছে সড়কের গাড়িগুলো। উদ্ধারকর্মীরা জানান, আকাশ পরিষ্কার না হওয়া পর্যন্ত অনেক এলাকায় সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না। ধ্বংসস্তূপে ভরা রাস্তাগুলোও ত্রাণ কার্যক্রমে বড় বাধা তৈরি করছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, এই দুর্যোগে ৪ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সেবু প্রদেশের গভর্নর পামেলা বারিকুয়াত্রো মঙ্গলবার সন্ধ্যায় প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি ফেসবুকে বলেন, সেবুর পরিস্থিতি ভয়াবহ। আমরা ভেবেছিলাম প্রবল বাতাসই সবচেয়ে বিপজ্জনক হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে—পানিই মানুষের জীবনের সবচেয়ে বড় হুমকি।

এদিকে, ত্রাণ দিতে গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় ছয় সেনা সদস্য নিহত হয়েছেন। মিন্দানাও দ্বীপে ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার সময় মঙ্গলবার আগুসান দেল সুর এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি ছিল ত্রাণ সহায়তার জন্য পাঠানো চারটি সামরিক হেলিকপ্টারের একটি।

বিবিসি জানায়, মঙ্গলবার ভোরে স্থলভাগে আঘাত হানার পর টাইফুনটি কিছুটা দুর্বল হয়েও ঘণ্টায় ৮০ মাইল (১৩০ কিমি) বেগে প্রবাহিত হচ্ছে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, এটি বুধবারের মধ্যে ভিসায়াস দ্বীপমালা পেরিয়ে দক্ষিণ চীন সাগরের দিকে চলে যাবে এবং এরপর ভিয়েতনামের দিকে অগ্রসর হবে।

প্রতি বছর গড়ে ২০টি ঝড় ও টাইফুন ফিলিপাইনে আঘাত হানে। মাত্র এক মাস আগে পরপর দুটি ঝড়ে দেশটি বিপর্যস্ত হয়েছিল, যাতে ১২ জনেরও বেশি মানুষ মারা যান এবং অবকাঠামো ও ফসলের ব্যাপক ক্ষতি হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন