Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিস্তিনি বন্দির ওপর নির্যাতনের ভিডিও ফাঁসের ঘটনায় ইসরাইলি জেনারেলের পদত্যাগ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম

ফিলিস্তিনি বন্দির ওপর নির্যাতনের ভিডিও ফাঁসের ঘটনায় ইসরাইলি জেনারেলের পদত্যাগ

ছবি : সংগৃহীত

গাজা যুদ্ধ চলাকালে আটক এক ফিলিস্তিনি বন্দির ওপর ইসরাইলি সেনাদের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় পদত্যাগ করেছেন দেশটির সেনাবাহিনীর প্রধান আইনি কর্মকর্তা মেজর জেনারেল ইফাত টোমার-ইয়েরুশালমি। শুক্রবার (৩১ অক্টোবর) তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ২০২৪ সালের আগস্টে ভিডিও প্রকাশের অনুমতি তিনিই দিয়েছিলেন বলে স্বীকার করেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি প্রকাশের পর ইসরাইলি সেনাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়। ঘটনাটি ইসরাইলজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ডানপন্থি রাজনীতিকরা তদন্তের সমালোচনা করেন এবং সেনা সদস্যদের জিজ্ঞাসাবাদের সময় দুটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনাও ঘটে।

এক সপ্তাহ পর ইসরাইলের এন১২ নিউজে একটি নিরাপত্তা ক্যামেরার ভিডিও ফাঁস হয়, যেখানে দেখা যায়, কয়েকজন সেনা এক বন্দিকে সরিয়ে নিচ্ছেন, চারপাশে সশস্ত্র সৈন্যরা দাঁড়িয়ে। তবে ভেতরে কী ঘটেছে তা ভিডিওতে দেখা যায়নি।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জানিয়েছেন, ভিডিও ফাঁসের ঘটনায় ফৌজদারি তদন্ত চলছে এবং টোমার-ইয়েরুশালমিকে জোরপূর্বক ছুটিতে পাঠানো হয়েছে।

পদত্যাগপত্রে টোমার-ইয়েরুশালমি বলেন, তিনি কোনো আইনবহির্ভূত কাজ করেননি; বরং সেনাবাহিনীর আইনি বিভাগের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করেছেন। যুদ্ধকালীন সময়ে বিভাগটি ভিত্তিহীন অপপ্রচারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন