ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১৮, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ হামাসের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১০:৪০ এএম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নতুন করে হামলার নির্দেশ দেওয়ার পর গাজার বিভিন্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রাফাহ শহরে এক বন্দুক হামলায় একজন ইসরায়েলি সৈন্য আহত হওয়ার পরই নেতানিয়াহু পাল্টা অভিযানের নির্দেশ দেন।
এদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। তারা জানিয়েছে, নিখোঁজ এক বন্দির মরদেহ হস্তান্তরের প্রক্রিয়াও স্থগিত রাখা হয়েছে। কাসাম ব্রিগেডস সতর্ক করেছে, ইসরায়েল আরও উসকানিমূলক হামলা চালালে গাজায় মৃতদেহ উদ্ধারের কার্যক্রম ব্যাহত হবে এবং বাকি ১৩ জন জিম্মির মরদেহ উদ্ধারে বিলম্ব ঘটবে।
অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স জানিয়েছেন, ছোটখাটো সংঘর্ষ হতে পারে, তবে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি বলেন, আমরা জানি গাজায় একজন (ইসরায়েলি) সৈন্য আহত হয়েছেন, ইসরায়েল জবাব দেবে—তবু আমরা আশা করছি শান্তি বজায় থাকবে।
হামাস জানায়, রাফাহতে সংঘটিত ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত অন্তত ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইসঙ্গে জরুরি ত্রাণ সরবরাহও কঠোরভাবে সীমিত রাখা হয়েছে।
এক বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েলের সর্বশেষ এই অভিযান যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। তারা আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে এবং দাবি করেছে যে তারা চুক্তির শর্ত মেনে চলছে।
হামাস নেতা সুহাইল আল-হিন্দি আল জাজিরাকে বলেন, মরদেহ উদ্ধারে আমরা কিছু জটিলতার মুখে পড়েছি, তবে এই বিলম্বের দায় সম্পূর্ণ ইসরায়েলের ওপরই বর্তায়।



