রাশিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ট্রাম্পের কড়া প্রতিক্রিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৪:২৭ পিএম
ছবি : সংগৃহীত
রাশিয়াকে “পেপার টাইগার” বলে কটাক্ষ করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফলভাবে পরীক্ষা করেছেন পরমাণু-চালিত বুড়েভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। গত রোববার মস্কো থেকে এই পরীক্ষার ঘোষণা দেওয়া হয়, যা রাশিয়ার পক্ষ থেকে “অপ্রতিরোধ্য” অস্ত্র হিসেবে দাবি করা হয়েছে।
ক্রেমলিন জানিয়েছে, বুড়েভেস্টনিক এমন এক পারমাণবিক অস্ত্র যা বিশ্বের যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। পুতিন নিজেই বলেছেন, “এটি এমন এক অস্ত্র যা বিশ্বের আর কোনো দেশের কাছে নেই।”
অন্যদিকে, ট্রাম্পও চুপ থাকেননি। ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যে যুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল, তা এখন চতুর্থ বছরে গড়িয়েছে।” সোমবার হোয়াইট হাউসের প্রকাশিত একটি অডিও বার্তায় ট্রাম্প বলেন, “রাশিয়ার উচিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে অবিলম্বে যুদ্ধ বন্ধ করা।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক সাবমেরিন রয়েছে, যা মস্কো পর্যন্ত পৌঁছাতে ৮,০০০ মাইলও যেতে হবে না।” ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে থাকে এবং রাশিয়ার উচিত যুদ্ধের অবসান ঘটানো।
ট্রাম্প ইউক্রেন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাত হিসেবে উল্লেখ করে বলেন, “যদি পুতিন যুদ্ধ বন্ধে গড়িমসি করেন, তাহলে ট্রাম্প প্রশাসন রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোতে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেবে।”



