Logo
Logo
×

আন্তর্জাতিক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১১:১৯ এএম

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এখন কার্যকারিতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাম্প্রতিক সময়ের বড় বড় যুদ্ধগুলো শুরু করেছে সেই দেশগুলোই, যারা নিজেরাই নিরাপত্তা পরিষদের সদস্য। অথচ গাজায় চলমান মানবিক বিপর্যয়ের সময় তারা নীরব দর্শক হয়ে আছে।

শনিবার (২৫ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

রাজধানী কুয়ালালামপুরে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে লুলা বলেন, আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোনো কাজ করছে না—একদমই না। সাম্প্রতিক প্রতিটি বড় যুদ্ধ শুরু করেছে সেই দেশগুলো, যারা নিজেরাই এই পরিষদের সদস্য। কোনো পরামর্শ বা জবাবদিহি ছাড়াই তারা এসব যুদ্ধ করছে।

তিনি আরও বলেন, আজকের জাতিসংঘ কার্যত অচল হয়ে পড়েছে, ফলে বিশ্বে কার্যকর কোনো বৈশ্বিক নেতৃত্ব আর নেই। গাজায় যখন দীর্ঘদিন ধরে গণহত্যা ও মানবিক বিপর্যয় চলছে, তখন এই দেশগুলো কীভাবে চুপ করে থাকতে পারে?

তিন দিনের সরকারি সফরে বর্তমানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রয়েছেন প্রেসিডেন্ট লুলা। ২০২৩ সালের জানুয়ারিতে পুনরায় ক্ষমতায় ফেরার পর এটিই তার প্রথম মালয়েশিয়া সফর। আসিয়ান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদিন বৈশ্বিক পরাশক্তিগুলোর প্রতিও ক্ষোভ প্রকাশ করেন লুলা। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তারা নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করছে না, যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী।

অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, লুলা এমন একজন নেতা, যিনি শ্রমজীবী মানুষের মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও মানবিকতার পক্ষে কথা বলেন। গাজার মানুষের দুঃখ-দুর্দশা অবসান ও জলবায়ু সংকটে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে তার আহ্বান প্রশংসনীয়।

বৈঠক শেষে এক্স (পূর্বে টুইটার)-এ দেওয়া বার্তায় আনোয়ার জানান, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, খাদ্য ও কৃষি প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি এবং উচ্চপ্রযুক্তি খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে তারা একমত হয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন