Logo
Logo
×

আন্তর্জাতিক

হামাস যুদ্ধবিরতি মানছে, কিন্তু ইসরাইল লঙ্ঘন করেই যাচ্ছে: এরদোয়ান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পিএম

হামাস যুদ্ধবিরতি মানছে, কিন্তু ইসরাইল লঙ্ঘন করেই যাচ্ছে: এরদোয়ান

ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি হামাস মেনে চললেও ইসরাইল তা অব্যাহতভাবে লঙ্ঘন করছে। উপসাগরীয় তিন দেশ কুয়েত, কাতার ও ওমান সফর শেষে শুক্রবার (২৪ অক্টোবর) দেশে ফেরার সময় বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এরদোয়ান জানান, যুদ্ধবিরতির আওতায় গাজায় কয়েকটি দেশের সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়ে আলোচনা চলছে। বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও তুরস্ক গাজায় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, “হামাস আন্তরিকভাবে যুদ্ধবিরতি মেনে চলছে। কিন্তু ইসরাইল বারবার চুক্তি লঙ্ঘন করছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে ইসরাইলকে চুক্তি মানতে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।”

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, “ইসরাইলের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে হবে। নিষেধাজ্ঞা ও অস্ত্র বিক্রি স্থগিতের মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর রাখা সম্ভব।”

গাজায় মানবিক সহায়তা ও পুনর্নির্মাণে তুরস্কের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা মিশরে সাহায্য পাঠানো বন্ধ করিনি এবং তা অব্যাহত থাকবে। গাজা আবার জেগে উঠবে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই।”

এরদোয়ান বলেন, “ইসরাইলের অমানবিক অবরোধের কারণে গাজার মানুষ চরম সংকটে রয়েছে। এখন শুধু কথায় নয়, বাস্তব পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।”

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন