Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলি আগ্রাসনে এক বছরে নিহত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১০:২৫ এএম

ইসরায়েলি আগ্রাসনে এক বছরে নিহত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজা ও পশ্চিম তীরে ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা আনাদোলু।

ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৯১০ জন শিক্ষার্থী এবং পশ্চিম তীরে আরও ১৪৮ জন। একই সময়ে আহত হয়েছেন গাজায় ৩০ হাজার ৯৭ জন এবং পশ্চিম তীরে ১ হাজার ৪২ জন শিক্ষার্থী।

মন্ত্রণালয় জানায়, হামলায় গাজা ও পশ্চিম তীরে অন্তত ১ হাজার ৩৭ জন শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ হাজার ৭৪০ জন এবং আটক হয়েছেন ২২৮ জনের বেশি শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা।

ইসরায়েলি হামলায় গাজায় শিক্ষা অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। পুরোপুরি ধ্বংস হয়েছে ১৭৯টি স্কুল ও ৬৩টি বিশ্ববিদ্যালয় ভবন। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১১৮টি সরকারি স্কুল ও জাতিসংঘ পরিচালিত ১০০টি বিদ্যালয়। সম্পূর্ণ ধ্বংস হওয়ায় ৩০টি স্কুলকে শিক্ষা মন্ত্রণালয়ের নিবন্ধন তালিকা থেকেও বাদ দিতে হয়েছে।

অধিকৃত পশ্চিম তীরেও পরিস্থিতি ভয়াবহ। হেবরন ও তুবাসে দুটি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আর ইসরায়েলি অভিযানে আটটি বিশ্ববিদ্যালয় ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬৮ হাজার ২০০ জনেরও বেশি মানুষ এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার ৩০০ জন। পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে উদ্বেগজনক হারে— সেখানে অন্তত ১ হাজার ৫৬ জন নিহত, প্রায় ১০ হাজার ৩০০ জন আহত এবং আরও ২০ হাজারের বেশি মানুষ আটক রয়েছেন। আটককৃতদের মধ্যে ১ হাজার ৬০০ জন শিশু।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন