Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরপাকড়, গ্রেপ্তার প্রায় ৪ লাখ ৮০ হাজার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১১:০৭ এএম

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরপাকড়, গ্রেপ্তার প্রায় ৪ লাখ ৮০ হাজার

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৮০ হাজার অনথিভুক্ত অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। মঙ্গলবার (২১ অক্টোবর) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তামন্ত্রী ক্রিস্টি নোয়েম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭০ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে বা তারা অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি বলেন, “আমরা এমন পদক্ষেপ নিচ্ছি যাতে আমাদের কমিউনিটিগুলো নিরাপদ থাকে এবং নাগরিকরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে।”

প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযানকে “রেকর্ড ভাঙা” বলে উল্লেখ করেছেন। তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমার প্রশাসনের অধীনে এফবিআই দুর্দান্ত কাজ করছে। ২০ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৮ হাজারেরও বেশি সহিংস অপরাধী গ্রেপ্তার হয়েছে। আমরা যুক্তরাষ্ট্রে আইন ও শৃঙ্খলা ফিরিয়ে আনছি।”

এর আগে ডিএইচএস জানায়, চলতি বছরের ২০ জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২০ লাখ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র ছেড়ে গেছেন। এর মধ্যে ১৬ লাখ স্বেচ্ছায় দেশত্যাগ করেছেন এবং ৪ লাখের বেশি মানুষকে আনুষ্ঠানিকভাবে নির্বাসিত করা হয়েছে।

এই পদক্ষেপগুলো ট্রাম্প প্রশাসনের অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রশাসনের দাবি, এসব উদ্যোগ যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করে তুলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন