Logo
Logo
×

আন্তর্জাতিক

হংকং বিমানবন্দরে কার্গো প্লেন দুর্ঘটনায় দুইজন নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১২:২৪ পিএম

হংকং বিমানবন্দরে কার্গো প্লেন দুর্ঘটনায় দুইজন নিহত

ছবি : সংগৃহীত

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যাওয়ার ঘটনায় দুইজন গ্রাউন্ড স্টাফ নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত প্লেনটি ছিল এমিরেটসের ফ্লাইট ইকেএ ৯৭৮৮, যা পরিচালনা করছিল তুরস্কভিত্তিক কার্গো এয়ারলাইন ‘এয়ার এ সি টি’।

সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে ফ্লাইটটি দুবাই থেকে হংকংয়ে পৌঁছায়। উত্তর দিকের রানওয়েতে অবতরণের সময় এটি একটি টহল গাড়ির সঙ্গে সংঘর্ষে পড়ে এবং রানওয়ের সীমা অতিক্রম করে সাগরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন বিমানবন্দরের কর্মী মারা যান। আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

প্লেনে থাকা চারজন ক্রু সদস্য জীবিত রয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট রানওয়েটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, তবে বিমানবন্দরের অন্য দুটি রানওয়ে সচল রয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেয় হংকং সরকারের ফ্লাইং সার্ভিসের হেলিকপ্টার ও ফায়ার সার্ভিসের উদ্ধার জাহাজ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণে অন্তত ১১টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল ১০টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, হংকং আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘদিন ধরে নিরাপত্তার ক্ষেত্রে ভালো রেকর্ড ধরে রেখেছে, ফলে এ ধরনের দুর্ঘটনা সেখানে অত্যন্ত বিরল বলে মনে করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন