Logo
Logo
×

আন্তর্জাতিক

ব্রাজিলকে ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রস্তাব ভারতের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০১:৪২ পিএম

ব্রাজিলকে ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রস্তাব ভারতের

ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলকে ভারতের তৈরি ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রস্তাব দিয়েছে ভারত। বুধবার (১৫ অক্টোবর) নয়াদিল্লিতে ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট গেরাল্ডো অ্যালকমিন এবং প্রতিরক্ষামন্ত্রী জোসে মুকিও মনটেইরো ফিলহোর সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের মধ্যে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম যৌথভাবে উৎপাদনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। যদিও ব্রাজিলের পক্ষ থেকে ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র প্রস্তাবের বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া জানানো হয়নি।

বৈঠকে ভারত ও ব্রাজিলের মধ্যে সামরিক সহযোগিতা, কৌশলগত অংশীদারিত্ব, প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

‘আকাশ’ ক্ষেপণাস্ত্রটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি মধ্যমপাল্লার মোবাইল সারফেস টু এয়ার মিসাইল, যা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) দ্বারা নির্মিত এবং ইতিমধ্যে ভারতের প্রতিরক্ষা বাহিনীতে অন্তর্ভুক্ত।

ভারত সরকার সম্প্রতি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানিতে জোর দিয়েছে, এবং এই নীতির অংশ হিসেবেই ব্রাজিলকে ‘আকাশ’ সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, এটি ভারতের পক্ষ থেকে প্রথমবারের মতো কোনো দেশকে ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রস্তাব।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন