জাতিসংঘের সংস্থার সঙ্গে পরমাণু চুক্তি স্থগিত করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০১:০১ পিএম
ছবি : সংগৃহীত
ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইরান। রোববার (১২ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন।
আরাগচি বলেন, “আমরা আইএইএ-এর সঙ্গে পরমাণু সহযোগিতা চুক্তি স্থগিত করেছি। তবে জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব দেয়, যা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় সহায়ক হয়, তাহলে আমরা আবার আলোচনায় ফিরব।”
উল্লেখ্য, ১৯৬৮ সালে ইরান আইএইএ-এর সঙ্গে নন-প্রোলিফারেশন অ্যাক্ট (এনপিটি) চুক্তি করে, যার মাধ্যমে দেশটি পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয় এবং আইএইএ-কে সহযোগিতা করতে সম্মত হয়।
সম্প্রতি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর আইএইএ-এর সঙ্গে ইরানের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। ৬ জুন আইএইএ জানায়, ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে যার বিশুদ্ধতা ৬০ শতাংশ— যা ৯০ শতাংশে উন্নীত হলে পরমাণু অস্ত্র তৈরির উপযোগী হয়ে ওঠে।
এই বিবৃতির এক সপ্তাহের মাথায় ১২ জুন রাতে ইসরাইল ‘দ্য রাইজিং লায়ন’ নামে বিমান অভিযান চালায়। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, আইএইএ-এর বিবৃতিকে গুরুত্ব দিয়েই অভিযান শুরু হয়েছে।
পরবর্তীতে আইএইএ ইরানের সঙ্গে সংলাপের আগ্রহ প্রকাশ করে এবং প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব দেয়। তবে ইরান জানায়, তারা সংলাপে প্রস্তুত থাকলেও পরমাণু স্থাপনাগুলো দেখাতে বাধ্য নয়।
সেপ্টেম্বরে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে জাতিসংঘের প্রস্তাব মেনে নিতে আহ্বান জানানো হলেও ইরান তার অবস্থানে অনড় থাকে। এরপর জাতিসংঘ ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করে।
রোববারের সাক্ষাৎকারে ইউরোপের সঙ্গে ফের বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হলে আরাগচি বলেন, “আমরা তার প্রয়োজন দেখছি না। ইউরোপের সঙ্গে বৈঠকের আর কোনো ভিত্তি নেই।”



