৭ ইসরায়েলি বন্দিকে মুক্তি দিলো হামাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০৫ পিএম
ছবি : সংগৃহীত
গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যে হামাস সাতজন ইসরায়েলি বন্দিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে হস্তান্তর করেছে। পাশাপাশি আরও ১৩ জন বন্দি শিগগিরই মুক্তি পেতে যাচ্ছেন। অন্যদিকে, প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দি এখনও মুক্তির অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন। তিনি মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন, যেখানে তিনি ইসরায়েলের পার্লামেন্ট কনেসেটে ভাষণ দেবেন এবং মিশরে অনুষ্ঠিতব্য গাজা যুদ্ধবিরতি চুক্তি বিষয়ক সমাবেশে সহসভাপতির দায়িত্ব পালন করবেন।
উত্তর গাজার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন স্থানীয় ফিলিস্তিনিরা। তবে খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সহায়তা এখনও পর্যাপ্তভাবে পৌঁছায়নি।
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-হামাস সংঘাতে গাজায় এখন পর্যন্ত ৬৭ হাজার ৮০৬ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৬৬ জন আহত হয়েছেন। ওই হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়।
এই যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে ঘিরে আন্তর্জাতিক মহলে আশাবাদ দেখা দিলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, সামরিক অভিযান পুরোপুরি শেষ হয়নি এবং ভবিষ্যতে নিরাপত্তা হুমকি মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।



