সীমান্তে পাকিস্তানের সেনা ও তালেবানের মধ্যে গোলাগুলি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১১:২৮ এএম
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে শনিবার (১১ অক্টোবর) রাতে তালেবান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে তীব্র গুলি বিনিময় হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরই ইরান, কাতার ও সৌদি আরব দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারিজমি সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, পাকিস্তানের পক্ষ থেকে আফগান ভূখণ্ডে বারবার সীমান্ত লঙ্ঘন ও বিমান হামলার জবাবে তালেবান বাহিনী ‘প্রতিশোধমূলক সফল আক্রমণ’ চালিয়েছে। তিনি জানান, অভিযানের কার্যক্রম মধ্যরাতে শেষ হয়।
অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এক্স-এ এক পোস্টে আফগান হামলাকে ‘বিনা উসকানির আগ্রাসন’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, পাকিস্তানি বাহিনী প্রতিটি ইটের বিনিময়ে একটি পাথর দিয়ে জবাব দিচ্ছে। আফগান বাহিনীর বেসামরিক জনগণের ওপর হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
রেডিও পাকিস্তান জানায়, সীমান্তের অন্তত ছয়টি স্থানে আফগান বাহিনী হামলা চালায়। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী ‘কঠোর ও তীব্র প্রতিক্রিয়া’ জানায়।
এই সংঘর্ষের ঘটনা ঘটে কাবুলে সাম্প্রতিক বিমান হামলার কয়েকদিন পর, যার দায় তালেবান পাকিস্তানের ওপর চাপিয়েছে। তবে ইসলামাবাদ ওই হামলার দায় অস্বীকার করেছে।
পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালেবান প্রশাসন ভারতের সহায়তায় পাকিস্তানি তালেবান (টিটিপি) যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে তালেবান বলছে, তারা অন্য কোনো দেশকে আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেয় না। নয়াদিল্লিও এ অভিযোগ অস্বীকার করেছে।
ক্রমবর্ধমান এই উত্তেজনা নিয়ে উদ্বেগ জানিয়েছে আঞ্চলিক শক্তিগুলো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, আমাদের অবস্থান পরিষ্কার—উভয় দেশকেই সংযম প্রদর্শন করতে হবে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও দুই পক্ষকে সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, উত্তেজনা কমাতে ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় একসঙ্গে কাজ করতে হবে।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় একইভাবে উভয় দেশকে সংযম অবলম্বন, সংঘাত বৃদ্ধি এড়ানো এবং আলোচনার মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে।
সূত্র: আল-জাজিরা



