Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এএম

চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

চীনের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনা আবারও তীব্র আকার নিচ্ছে। আগামী মাস থেকে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম *ট্রুথ সোশ্যাল*-এ দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

একই সঙ্গে ট্রাম্প আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শিগগিরই গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করবে। এটি চীনের প্রযুক্তি নির্ভরতা কমাতে ওয়াশিংটনের নতুন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ট্রুথ-এর আরেক পোস্টে ট্রাম্প চীনের বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ির সমালোচনা করে বলেন, চীন তাদের রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে অত্যন্ত শত্রুতাপূর্ণ আচরণ করছে। তারা বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে।

তিনি আরও জানান, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার নির্ধারিত বৈঠক বাতিল হতে পারে। যদিও পরে তিনি বলেন, বৈঠকটি এখনো বাতিল হয়নি, তবে আলোচনা আদৌ হবে কি না, তা অনিশ্চিত।

চীনের ওপর নতুন শুল্কের হুমকি ঘোষণার পরই মার্কিন শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখা দেয়। বিশেষ করে গাড়ি, স্মার্টফোন ও ইলেকট্রনিক পণ্যের শেয়ারে উল্লেখযোগ্য পতন ঘটে, যেগুলোর উৎপাদনে চীনা বিরল খনিজ অত্যাবশ্যক উপাদান হিসেবে ব্যবহৃত হয়।

চলতি বছরের শুরুতেই ট্রাম্প প্রশাসন যখন বেইজিংয়ের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিল, তখন চীন পাল্টা পদক্ষেপ হিসেবে বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে। এতে মার্কিন প্রযুক্তি ও গাড়ি শিল্পে উৎপাদন ব্যাহত হয়—এমনকি গাড়ি নির্মাতা ফোর্ড সাময়িকভাবে তাদের উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়।

এদিকে, চীন সম্প্রতি মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার তদন্ত শুরু করেছে। এর ফলে তাদের আরেকটি চিপ কোম্পানি কেনার পরিকল্পনাও থমকে যেতে পারে। যদিও কোয়ালকম যুক্তরাষ্ট্রভিত্তিক, তাদের ব্যবসার বড় অংশই চীনে পরিচালিত হয়।

এছাড়া চীন নতুন করে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট জাহাজের ওপর অতিরিক্ত বন্দর ফি আরোপেরও ঘোষণা দিয়েছে, যার আওতায় মার্কিন কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোও পড়বে।

বিশ্লেষকরা বলছেন, মে মাস থেকে শুরু হওয়া চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য টানাপোড়েন এখন নতুন এক পর্যায়ে প্রবেশ করছে, যা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সূত্র: বিবিসি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন