Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করল স্পেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১১:৩৮ এএম

গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করল স্পেন

ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলের সামরিক হামলার প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের অস্ত্র ও সামরিক প্রযুক্তি বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। বুধবার (৮ অক্টোবর) স্পেনের সংসদে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পাস হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের অস্ত্র কেনাবেচা করা যাবে না। এমনকি ইসরায়েলগামী সামরিক সরঞ্জাম বা জ্বালানি বহনকারী জাহাজ ও বিমান স্পেনের বন্দর ও আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অবস্থান নেওয়া দেশগুলোর একটি স্পেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সরকার এর আগেও গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এই প্রস্তাবে বামপন্থি পোদেমোস দল সরকারের পাশে দাঁড়ালেও রক্ষণশীল পপুলার পার্টি ও ডানপন্থি ভক্স দল এর বিরোধিতা করে। পোদেমোস নেত্রী ইওনে বেলারা বলেন, “সরকারকে আরও কঠোর হতে হবে এবং ইসরায়েলের সঙ্গে সব অস্ত্র চুক্তি বাতিল করা উচিত।”

স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, “এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিকভাবে স্পেনের শক্ত অবস্থানকে তুলে ধরছে।” রক্ষামন্ত্রী মার্গারিতা রোবলেস জানান, “গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার দিনই আমরা ইসরায়েলকে অস্ত্র বিক্রি বন্ধ করেছিলাম।”

সূত্র: মিডলইস্ট মনিটর

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন