Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর, জিম্মি ও বন্দি মুক্তির পথে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ এএম

ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর, জিম্মি ও বন্দি মুক্তির পথে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, দুই বছর ধরে চলমান সংঘাতে থাকা ইসরায়েল এবং গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস তাঁর প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বুধবার দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমি অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে ইসরায়েল ও হামাস উভয়েই আমাদের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে স্বাক্ষর করেছে। খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েলও সমঝোতার ভিত্তিতে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে।”

ইসরায়েল-হামাস যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারও এই যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, “আমরা, এই যুদ্ধের মধ্যস্থতাকারীরা, আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আজ রাতে গাজায় শান্তি স্থাপন সংক্রান্ত নতুন পরিকল্পনার প্রথম পর্যায়ের সমস্ত শর্ত ও বিধান বাস্তবায়নে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে গাজায় যুদ্ধের অবসান ঘটবে, সমস্ত ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে এবং গাজায় ত্রাণ প্রবেশে আর কোনো বাধা থাকবে না।”

গত ২৯ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেলে ওয়াশিংটনের হোয়াইট হাউসে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন পরিকল্পনার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সে দিন ট্রাম্প জানান, গাজায় যুদ্ধের অবসান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত এই পরিকল্পনার কপি ইসরায়েল, হামাস এবং মধ্যস্থতাকারী দেশ মিসর ও কাতারের কাছে পাঠানো হয়েছে। তখন পর্যন্ত হামাস ছাড়া সবাই প্রস্তাবে সম্মতি জানিয়েছিল।

পরবর্তীতে ৩ অক্টোবর হামাসও সম্মতি জানালে, পরদিন ৪ অক্টোবর ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দেন। এর পর ৬ অক্টোবর মিসরের শারম আল শেখে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, হামাস, মিসর ও কাতারের প্রতিনিধিদের বৈঠক শুরু হয়।

দুই দিনেরও বেশি সময় ধরে আলোচনার পর অবশেষে ইসরায়েল ও হামাস ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে চুক্তিতে স্বাক্ষর করে।

বৈঠক ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে বলে আগেই ধারণা দিয়েছিলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি যতদূর শুনেছি, আলোচনা খুব ভালো দিকে এগোচ্ছে। এটা চমৎকার। এ সপ্তাহের শেষের দিকে আমি মধ্যপ্রাচ্যে যেতে পারি— সম্ভবত রোববার।”

সূত্র : এএফপি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন