Logo
Logo
×

আন্তর্জাতিক

বোম্বের তরুণ অভিনেতা বন্ধুর হাতে খুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:১৪ পিএম

বোম্বের তরুণ অভিনেতা বন্ধুর হাতে খুন

ছবি-সংগৃহীত

মদ্যপ অবস্থায় বন্ধুর সঙ্গে বচসার জেরে খুন হয়েছেন তরুণ অভিনেতা প্রিয়াংশু ক্ষত্রিয়, যিনি বাবু রবি সিং ছেত্রী নামেও পরিচিত। অমিতাভ বচ্চনের সঙ্গে নাগরাজ মঞ্জুলের হিন্দি ছবি ‘ঝুন্ড’-এ অভিনয় করেছিলেন ২১ বছর বয়সী তরুণ এই অভিনেতা।

নাগপুরের জারিপটকা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় তীব্র তর্কের পর প্রিয়াংশুর ওপর তার বন্ধু ধ্রুব সাহু হামলা চালায় বলে অভিযোগ।

পুলিশ জানায়, প্রিয়াংশু ও অভিযুক্ত পরস্পরের খুব ভালো বন্ধু ছিলেন। মঙ্গলবার মধ্যরাতে নাগপুরের জরিপাকতায় এক পরিত্যক্ত বাড়িতে মদ্যপান করতে গিয়েছিলেন প্রিয়াংশু। তখনই দুজনের মধ্যে বচসা বাধে। প্রথমে নাকি তিনিই বেশ কয়েকবার হুমকি দিয়েছিলেন।

তার পরে তাকে তার দিয়ে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান ধ্রুব। 

বুধবার অর্ধনগ্ন অবস্থায় প্রিয়াংশুকে উদ্ধার করেন স্থানীয়রা। তখনও বেঁচেছিলেন তিনি। সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে প্রিয়াংশুকে প্লাস্টিকের মোড়ানো অবস্থায় অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায়। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ইতিমধ্যে অভিযুক্ত ধ্রুব সাহুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০২২ সালে হিন্দি ছবি ‘ঝুন্ড’-এ অমিতাভের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। সেই ছবিতেই প্রিয়াংশুর চরিত্রের নাম ছিল বাবু ছেত্রী।

নাগরাজ মনজুলে পরিচালিত এ ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন প্রিয়াংশু। ছবিটি ছিল নাগপুরের এক সমাজকর্মী বিজয় বার্সের জীবনীচিত্র। পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ফুটবল দল গঠন করেছিলেন তিনি। তার প্রশিক্ষণে কিভাবে সেই শিশুরা জীবনে এগিয়েছিলেন, তা-ই উঠে আসে এই ছবিতে।

সূত্র: নাগপুর টুডে,পুনে টাইমস 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন