ভারতে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১২:২৫ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের জয়পুর-আজমের জাতীয় সড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্যাংকারে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে রাজস্থানের সানওয়াড়া এলাকায় এ দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ট্যাংকারের চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন এবং জাতীয় সড়কে পার্ক করা ৭টি গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
পুলিশ জানায়, সিলিন্ডার বোঝাই ট্যাংকারটি সড়কে দাঁড়িয়ে ছিল। চালক রাস্তার পাশের একটি দোকানে খাবার খেতে গেলে পিছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই আগুন ধরে যায় এবং সিলিন্ডার বিস্ফোরণের ফলে মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়। বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে এবং প্রায় ১০ কিলোমিটার দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা গেছে।
জয়পুরের আইজি রাহুল প্রকাশ জানান, দুর্ঘটনায় ট্যাংকারের চালকসহ দুই থেকে তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুরের চিফ মেডিক্যাল অফিসার রবি শেখাওয়াত জানিয়েছেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।



