Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজা অভিমুখী নৌযান থেকে আটক শহিদুল আলম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১২:২০ পিএম

গাজা অভিমুখী নৌযান থেকে আটক শহিদুল আলম

ছবি : সংগৃহীত

গাজা অভিমুখে যাত্রা করা ‘কনসায়েন্স’ নামের নৌযান থেকে বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং ইসরায়েলি বাহিনী তাকে অপহরণ করেছে।

ভিডিওর ক্যাপশনে শহিদুল আলম লেখেন, “আমি শহিদুল আলম, বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফার ও লেখক। যদি আপনি এই ভিডিওটি দেখছেন, তাহলে আমরা সমুদ্রপথে আটকানো হয়েছি এবং আমাকে ইসরায়েলের অভিযান বাহিনী ধরে নিয়ে গেছে, যারা গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার বন্ধু ও সহযোদ্ধাদের কাছে আবেদন জানাচ্ছি—ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই চালিয়ে যান।”

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, গাজার সমুদ্রবন্দর ভেঙে প্রবেশের চেষ্টা করা একটি নতুন ফ্লোটিলা ব্যর্থ হয়েছে। ফ্লোটিলার সব জাহাজ ও যাত্রী ইসরায়েলি নৌবাহিনী আটক করেছে এবং তাদের একটি ইসরায়েলি বন্দরে নেওয়া হয়েছে।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “আইনবহির্ভূতভাবে নৌবন্দর ভাঙার চেষ্টা ব্যর্থ হয়েছে। যাত্রীদের নিরাপদ ও সুস্থ অবস্থায় বন্দরে নেওয়া হয়েছে এবং তাদের দ্রুত বহিষ্কারের পরিকল্পনা রয়েছে।”

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের আয়োজিত এই নয়-জাহাজের অভিযানে অন্তত ১০০ জন সক্রিয় কর্মী অংশ নিয়েছেন। ‘কনসায়েন্স’ নামের জাহাজটি প্রায় দুই সপ্তাহ আগে ইতালি থেকে যাত্রা শুরু করে গাজার উদ্দেশে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন