Logo
Logo
×

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় মহাসড়কে হেলিকপ্টার বিধ্বস্ত, ৩ জন গুরুতর আহত (ভিডিও)

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০১:২৯ পিএম

ক্যালিফোর্নিয়ায় মহাসড়কে হেলিকপ্টার বিধ্বস্ত, ৩ জন গুরুতর আহত (ভিডিও)

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যাক্রামেন্টো শহরে একটি মেডিকেল হেলিকপ্টার মহাসড়কে আছড়ে পড়েছে। রোববার (৫ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে হাইওয়ে ৫০-এর ৫৯ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে হেলিকপ্টারের চালকসহ তিনজন ক্রু গুরুতর আহত হয়েছেন।

স্যাক্রামেন্টো ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটি মেডিকেল যানবাহন পরিষেবা প্রতিষ্ঠান ‘রিচ’-এর। দুর্ঘটনার সময় কপ্টারটিতে চালক, একজন ফ্লাইট নার্স এবং একজন প্যারামেডিক ছিলেন। তবে কোনো রোগী ছিলেন না।

দুর্ঘটনায় তিনজনই গুরুতর আহত হলেও সড়কে চলমান যানবাহনের কোনো ক্ষতি হয়নি এবং অন্য কেউ আহত হননি। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় নেয়। এ সময় পথচারীরা উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং দু’জন আহতকে কপ্টার থেকে বের করে আনেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তৃতীয় ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ক্যাপ্টেন সিলভিয়া জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত শুরু করেছে। রিচ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন