নেপালে ভারী বর্ষণ ও ভূমিধসে ৫১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০২:০৫ পিএম
ছবি : সংগৃহীত
হিমালয় পার্বত্য অঞ্চলের দেশ নেপালে টানা ভারী বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের মুখপাত্র শান্তি মাহাত এই তথ্য নিশ্চিত করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে শান্তি মাহাত জানান, শুক্রবার থেকে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করেছে এবং পাহাড়ি এলাকায় ভূমিধস ও বন্যার খবর পাওয়া গেছে। এসব দুর্যোগে ৫১ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন ৪ জন।
নিহতদের মধ্যে ৩৭ জনই পূর্বাঞ্চলীয় ইল্লাম জেলার বাসিন্দা। জেলা প্রশাসনের কর্মকর্তা সুনিতা নেপাল জানিয়েছেন, ভূমিধসের কারণে বহু এলাকায় রাস্তা বন্ধ হয়ে গেছে, ফলে উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে এবং উদ্ধারকারী দলকে পায়ে হেঁটে দুর্গম এলাকায় পৌঁছাতে হচ্ছে।
বাকি নিহতরা উদয়পুর, পঞ্চধর, রাওতাহাট এবং খোটাং জেলার বাসিন্দা। রাজধানী কাঠমান্ডু ও আশপাশের নদীগুলোর পানি বেড়ে যাওয়ায় তীরবর্তী অঞ্চলগুলোতে প্লাবন দেখা দিয়েছে।
উদ্ধার তৎপরতা জোরদার করতে সেনাবাহিনীর সদস্য, হেলিকপ্টার ও স্পিডবোট ব্যবহার করা হচ্ছে। এদিকে প্রবল বর্ষণ ও ভূমিধসের কারণে কাঠমান্ডুসহ বিভিন্ন জেলার হোটেলে শত শত পর্যটক আটকা পড়েছেন, যাদের অনেকেই ভারতীয় নাগরিক এবং সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দশিন উপলক্ষে নেপালে এসেছিলেন।



