Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতিরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০২:১৭ পিএম

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতিরা

ছবি : সংগৃহীত

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেন থেকে নতুন করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে। শনিবার (৪ অক্টোবর) রাতে এ হামলার পর জেরুজালেম, মধ্য ইসরায়েল এবং দক্ষিণ-পশ্চিম তীরজুড়ে সতর্কতা সাইরেন বাজানো হয়। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা আকাশেই ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ধ্বংস করেছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ক্ষেপণাস্ত্রটি কোনো স্থাপনায় আঘাত হানতে না পারলেও সাইরেনের শব্দে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আইডিএফ জানায়, ক্ষেপণাস্ত্র শনাক্তের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। এটি ছিল হুতিদের পক্ষ থেকে ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত ৯১তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা ১৮ মার্চ থেকে শুরু হওয়া গাজায় হামাসবিরোধী অভিযানের পর থেকে ছোড়া হয়েছে। একই সময়ে হুতিরা ইসরায়েলের দিকে অন্তত ৪১টি ড্রোনও পাঠিয়েছে।

ইসরায়েলের বিরুদ্ধে চলমান হামলায় হুতিদের সক্রিয় অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন