ইসরায়েলে আটক ফ্লোটিলা অভিযাত্রীদের অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১০:০৫ পিএম
ছবি : সংগৃহীত
গাজার উদ্দেশে যাওয়া আন্তর্জাতিক মানবিক সাহায্যবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযাত্রীদের আটক করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন অভিযাত্রীরা। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) কমিটি।
বিবৃতিতে বলা হয়েছে, “ইসরায়েলের নৌবাহিনী ফ্লোটিলা মিশনের নৌযান, ক্রু ও অভিযাত্রীদের আটক করার প্রতিবাদে অভিযাত্রীরা অনশন শুরু করেছেন, যা চলবে অনির্দিষ্টকাল পর্যন্ত।”
গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উদ্দেশে যাত্রা করে ৪৩টি নৌযান নিয়ে গঠিত এই ত্রাণবহর। এতে অংশ নিয়েছিলেন ৪৪টি দেশের ৫০০ জন মানবাধিকারকর্মী, আইনজীবী, সংসদ সদস্য, রাজনৈতিক কর্মী ও স্বেচ্ছাসেবী। তাদের মধ্যে ছিলেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এবং দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা।
গাজার জলসীমায় পৌঁছানোর আগেই ইসরায়েলি নৌবাহিনী একে একে সব নৌযান আটক করে। বুধবার রাতে প্রথমে ১৩টি নৌযান আটকানো হয়, এরপর বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত আরও ২৯টি নৌযান আটক করা হয়। সর্বশেষ নৌযানটি শুক্রবার সকালে আটক করা হয়।
এফএফসির বিবৃতিতে জানানো হয়, অভিযাত্রীদের আটক শুরু হওয়ার দিন থেকেই তারা অনশন শুরুর সিদ্ধান্ত নিয়েছিলেন। এই অনশনকে তারা ইসরায়েলি দমননীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ হিসেবে দেখছেন।



