Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজার জলসীমায় প্রবেশ করেছে সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০২:০৩ পিএম

গাজার জলসীমায় প্রবেশ করেছে সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ২৪টি জাহাজ এখনো গাজার দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার সকালে ফ্লোটিলার ‘লাইভ ট্র্যাকারে’ দেখা যায়, ‘মিকেনো’ নামের একটি জাহাজ গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। তবে সেটি ইসরায়েলি বাহিনী আটক করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

অন্য ২৩টি জাহাজ গাজা উপকূল থেকে প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর আগে বুধবার রাতে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার ১৩টি জাহাজ আটক করে এবং ৩৭ দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে হেফাজতে নেয়। আটক ব্যক্তিদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক জানান, আটক হওয়া জাহাজগুলোতে ২০১ জনের বেশি কর্মী ছিলেন। তাদের মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন রয়েছেন। ইসরায়েল জানিয়েছে, আটক ব্যক্তিদের একটি বন্দরে নেওয়া হচ্ছে এবং তারা নিরাপদ ও সুস্থ রয়েছেন।

৪০টির বেশি নৌযান নিয়ে গঠিত সুমুদ ফ্লোটিলা একটি আন্তর্জাতিক মানবিক উদ্যোগ, যার উদ্দেশ্য গাজার ওপর আরোপিত ইসরায়েলি নৌ-অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছানো। এই নৌবহরে রয়েছেন প্রায় ৫০০ জন প্রতিনিধি, যাদের মধ্যে আছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন